reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০২২

শহরালির কড়চা

আজব রঙ্গ ভোজ্য তেলের

মানুষ আছে ধকলে

দাম বেড়ে তেল উচ্চে ওঠায়

নাস্তানাবুদ সকলে।

রান্নাবান্না সংক্ষেপে হয়

স্বাদ কমেছে খাবারে

মূল্য তেলের তুঙ্গে এখন

যায় না যেটা ভাবারে!

তেলের জন্যে আজ হাহাকার

পারছে না কেউ থামাতে

দরের লাগাম টেনে ধরেও

পারছে না তা নামাতে।

তেলের গুদাম আটকে যারা

বাজার রাখে তাতিয়ে

হীন পন্থায় নেয় তারা সব

ক্রেতার পকেট হাতিয়ে।

লাভ লুটতে দামের গতি

বাড়ায় যারা খেয়ালে

তাদের জানা উচিত লোকের

পিঠ ঠেকেছে দেয়ালে।

* শচীন্দ্রনাথ গাইন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close