reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০২১

শহরালরি কড়চা

নিজের ঢোলটা পিটিয়ে নিজে

সুকৌশলে আগায়,

এ কাজ করে আজ অনেকেই

পদ-পদবি বাগায়।

বাইরে দেখায় সহজ-সরল

ভেতরে রূপ আর এক,

মুখের বুলি যা যা শোনায়

কাজের বেলায় ফারাক।

ধান্ধাবাজি করে কাটায়

নয় কাজি খুব কাজের,

নিজস্বার্থ মিটিয়ে নিতে

খায় মাথাখান লাজের।

সামনে ওদের নীরব সবাই

কারণ ওরা শাঁসায়,

ইচ্ছেমতো কাউকে কাঁদায়

কাউকে আবার হাসায়।

আত্মপ্রচার করার মানেই

ঠিক মানসিক বিকার,

এদের কারণ হতেই পারে

সমাজ ক্ষতির শিকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close