reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২১

শহরালরি কড়চা

তীব্র বেগে চলছে এখন

কালকরোনার ঝুঁকি

পাল্লা দিতে ডেঙ্গু আবার

দিচ্ছে এসে উঁকি।

ত্রাহি ত্রাহি রব উঠেছে

মানুষ দিশাহারা

ওদের সাথে লড়াই করে

যায় কত আর পারা?

ডেঙ্গু রোগের সংক্রমণে

দায়ী এডিস মশা

হামলা ওদের সামলানো দায়

যায় না শোয়া-বসা।

খোলা পাত্রের বদ্ধ পানির

খোঁজটা ওরা পেলে

বৃদ্ধি করে বংশ তখন

লার্ভা ঢেলে ঢেলে।

বৃষ্টি হলে ওদের প্রতাপ

ভীষণ রকম বাড়ে

লোকালয়ে ঢুকে ওরা

দেহের রক্ত কাড়ে।

ঢাকনা খোলা পাত্রে মোটেই

জল যেন না জমে

মশক নিধন করলে সবাই

ডেঙ্গু যাবে কমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close