reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২১

শহরালরি কড়চা

রাস্তার রাজা- মোটরসাইকেল;

বাইক বলে যাকে-

যানবাহন আর মানুষকে সে

সদা-ই ব্যস্ত রাখে।

সড়কে জ্যাম? নিমেষেই

যায় উঠে ফুটপাতে

পথচারীর সমস্যা কি

নেয় বিবেচনাতে?

হর্ন বাজিয়ে এঁকেবেঁকে

চলে মেরে গুঁতো

ব্যবহারে বাইকওয়ালা

উদ্ধত, অদ্ভুতও।

সময়টা তার অনেক দামি

সর্বদা কী ব্যস্ত!

দেশোদ্ধারের কাজটা যেন

তার ওপরে ন্যস্ত।

বাইক মহা-ভীতির কারণ

পথচারীর কাছে

এর থেকে কি পরিত্রাণের

উপায় কিছু আছে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close