reporterঅনলাইন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর, ২০২১

শহরালরি কড়চা

দাঁত মাজিতে গিয়ে ভোলা

পেস্ট ভরে নেয় ব্রাশে,

দু-এক ঘষা মেরেই সে খুব

মন খুশিতে হাসে।

সুঘ্রাণে সে মোহিত হয়

সুবাস আসে নাকে,

দাঁত ঘষে আর একটু করে

জিহ্বা দিয়ে চাখে।

ব্যাপারখানা মোটেও নয়

এক্কেবারে চেনা,

যতই ঘষে ব্রাশ দিয়ে দাঁত

হচ্ছে না তো ফেনা।

কারণটা কী? জানতে ভোলা

নিচ্ছে তারই খোঁজ,

এমন ব্যাপার ঘটে না তো

দাঁত মাজিতে রোজ।

তারপরে ঠিক দেখলো ভোলা

ব্রাশটা ভালো করে,

পেস্ট না নিয়ে ফেসওয়াশটা

নিয়েছে সে ভরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close