reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২১

হাফিজ রশিদ খান

অপর সভ্যতা

পিচঢালা রাস্তা বেয়ে এসেছে সভ্যতা

বসনে ও হুকুমে ওরা তো রক্তচোখ, কাড়ে

বাসনের ভাত

কঠিন পাথরে দেয়াল তুলেছে,

ভেতরে জলসাঘর

ম্রোরমণী

রুপোর ভূষণে বাঁধি গোত্রের নিয়ম

বুনি শস্যের আবাদ

প্রভুর প্রসন্ন ঋতুসমূহের আয়োজনে

কালো পাগুলো এখানে হাঁটে সজ্জিত কাঁটার বর্মে

আমি নারী

অমন চাহনি

দেখিনি কখনো

অপআত্মাগুলো তাড়াতে চেরাগ জ্বালি আঁধারে

ফুঁ দিয়ে

পাহাড়ের বুকে

বলে গেছে মা-বাবা ও পূর্বপুরুষরা

এভাবে সাহসের রোদে জেগে থাকি...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close