reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২১

রেজাউদ্দিন স্টালিন

মুক্তস্বর

দীর্ঘ সময় ঘুমিয়ে ছিলাম হে

ঘুমের ভেতর কড়া নাড়লো কে

কড়া নাড়লো ডাক পড়লো

জাগিয়ে দিলো হে

ঘুমের ভেতর কড়া নাড়লো কে

বাইরে ভীষণ অন্ধকার না আলো

দেখতে যাওয়ার ইচ্ছে ছিল খুব

কিন্তু হঠাৎ চোখের চেনা পথে

দৌড়ে গেলো চতুর বাঘ-ঘুম

নিঝুম রাতে ট্রাকের নাক ডাকা

দম্পতিদের নিদ্রা ভাঙে যেমন

তোমার ডাকের শব্দ শুনে তেমন

ভাঙলো আমার গভীর নীল ঘুম

এখন আমি বাইরে যেতে পারি

গাছের ছায়া মাখতে পারি গায়ে

মুক্তস্বরে বলতে পারি- মেঘে

নিদ্রা তুমি অন্ধ এবং কালো

জ্যোৎস্না ধুলো আকাশ কী সুন্দর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close