সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

সবজির দাম কমায় স্বস্তিতে ক্রেতা লোকসানে কৃষক

সিরাজগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও ভালো দাম পাচ্ছেন না বিভিন্ন উপজেলার কৃষকরা। এতে হতাশায় ভুগছেন তারা। বাজারে ফুল কপি, বাধাঁ কপি, গাজর, খিরা, কাচা মরিচ, মুলা, লাউসহ বিভিন্ন সবজির দাম কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও লোকসানের ধুয়া তুলেছেন চাষিরা।

জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলা বনবাড়িয়া হাটে ফুলকপি ৩ কেজি ১৫ টাকা, বাধাকপি ৫ টাকা পিস, গাজর ১৫ টাকা কেজি, খিরা ১০ টাকা কেজি, কাচামরিচ ২০-২৫ টাকা কেজি, লাউ প্রকার ভেদে ২০-৩০ টাকা পিচ, বেগুন ২০ টাকা কেজি, আদা ৭০-৮০ টাকা কেজি, শিম ১০ টাকা কেজি, আলু ২০ -২৫ টাকা কেজি সহ বিভিন্ন সবজির দাম কম।

কৃষকরা বলছেন, এই দামে মুলা, পাতা কপি ও ফুলকপি বিক্রি করে উৎপাদনের খরচই উঠছে না। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উৎপাদন বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। সিরাজগঞ্জ সদর কাজিপুর সহ বিভিন্ন উপজেলায় এবার প্রচুর শীতের শাকসবজি চাষ হয়েছে। বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমেছে সব ধরনের সবজির। পাইকারি বাজারে প্রতি কেজি মুলা এখন বিক্রি হচ্ছে ২ টাকা এবং ফুলকপি বড় প্রতি পিস ৩ থেকে ৪ টাকা, শিম সহ বিভিন্ন সবজির দাম অনেকটাই কম।

কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের হাসান আলী বলেন, এবার আমি ৩ বিঘা জমিতে পাতাকপি, সাড়ে তিন বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছি। সেখানে জমি তৈরিসহ বীজ, সার, কীটনাশকে হাজার হাজার টাকা খরচ হয়েছে। শুরুর দিকে আশানুরূপ দাম পেলেও বর্তমানে বাজারে কপির দাম না থাকায় বিপাকে পড়তে হচ্ছে।

জেলা সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি ৪ বিঘা জমিতে মুলা ও ফুলকপি, বাধাকপি লাগিয়েছি। প্রথমদিকে কিছুটা ভালো দাম পেয়েছি।

কাজিপুরের নাটুয়াপাড়া বাজারের ব্যবসায়ী হামিদুল বলেন, সবজি কিনে সিরাজগঞ্জে আড়তে নিতে নৌকা ভাড়া ও গাড়ি ভাড়া বেড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা.মু আহসান শহীদ সরকার জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সিরাজগঞ্জে সবজির বাম্পার ফলন হয়েছে। সরবরাহ বেশি থাকায় বাজারে সবজির দামও কমেছে। ক্রেতাদের মাঝে স্বস্থি ফিরেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close