দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দোকান ভাঙচুর করায় সাংবাদিক পরিচয় দেওয়া ৩ জনকে কারাদণ্ড

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাংবাদিক পরিচয় দেওয়া ৩ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ১ নারীকে ৭ দিনের ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। গত সোমবার সন্ধ্যায় উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল গাফফার নামক একজন মুদি দোকনাদারকে অন্যায় ভাবে সাংবাদিক পরিচয় দিয়ে ওই তিনজন তার দোকান ভেঙে অন্যত্র যেতে বলে। দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম ভারপ্রাপ্ত ও থানার ওসি তৌফিক আজমকে জানালে ঘটস্থলে গিয়ে যাচাই করার পর জানতে পারেন তারা সাংবাদিক নন। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন।
থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে বলেছেন সাংবাদিক পরিচয় দিয়ে ভূয়া ৩ জন সাংবাদিক আবুডাঙ্গা গ্রামে ঢুকে দোকান ভাঙচুর করেছে। পরে বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলমকে অবগত করলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।
"