
সংক্ষিপ্ত সংবাদ

খাদ্য বিতরণ
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের আওতাধীন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭২ জন নারী খামারিকে দানাদার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জসিম শেখ, শ্রমিক নেতা তোফাজ্জেল হোসেন, যুবনেতা ফিরোজ হোসেন বাবলু, বিএনপি নেতা মো. আশরাফ হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ
ভূঞাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভূঞাপুরের আয়োজনে এসময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ও আফরোজা সুলতানা। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
গ্রেপ্তার
ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে গরু চুরি কাজে ব্যবহার একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দসহ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। এর আগে, সোমবার রাতে মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা ভিন্নাডাঙ্গি এলাকার নাজিমুদ্দিনের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রতন রেজা, খোরশেদ আলম, মাসুদুল কবির রনি, সাত্তার, জনি, রুবেল মিয়া। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত সোমবার মামলার ভিত্তিতে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কম্বল বিতরণ
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের আয়োজনে শীতার্ত অসহায়, এতিম ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দেশ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান রোকেয়া কাদির এবং এ কে খান এন্ড কোম্পানি লিমিটেড এর ফওজিয়া খানের অর্থায়নে গত সপ্তাহব্যাপী কয়েক ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ¤্রাধিক মানুষের মাঝে এসব বিতরণ করেন। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার।
সৌজন্য সাক্ষাৎ
রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের নবাগত জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুছের এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজারহাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সনদ প্রাপ্ত দলিল লিখকরা। গতকাল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। উপস্থিত ছিলেন রাজারহাট দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার নাবীব আফতাব, দলিল লিখক সমিতির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম (সাজু) সহসাধারন সম্পাদক মো. এরশাদুল হক, সিনিয়র দলিল লেখক আলহাজ আবদুর রশিদ বকশী, মো. শামছুল হক প্রমুখ।
কর্মসূচি
শিবগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিবাহবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘এসো দেশের কথা বলি’ সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। গত সোমবার শিবগঞ্জ পৌর এলাকার মীরেরচক গ্রামে একটি অসহায় পরিবারের মাঝে বিয়ের যোগ্য মেয়ের বিবাহ দেওয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, এবং মোকামতলার শংকরপুর গ্রামের অসহায় বিবাহযোগ্য কন্যার বিয়ের খরচ ৫০ হাজার টাকা ও মহাস্থান গড় মাজার মসজিদে দোয়া মাহফিল হয়।
"