নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নাগেশ্বরীতে প্রথমবার সব সাংবাদিককে নিয়ে সমাবেশ

সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন অডিটরিয়ামে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রথম পর্বে প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি রেজাউল করিম রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, প্রেস ক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক মজিবর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু, আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ চঞ্চল, আজকের বাংলার প্রতিনিধি জাহিদুল ইসলাম খান জাহিদ, যুগান্তরের প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় প্রমুখ।
"