নাটোর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি, ২০২৫
এনএসআই পরিচয় দেওয়া যুবক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে এনএসআই সদস্য পরিচয় দেওয়া জাহিদ হাসান রনি নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এনএসআই সদস্যরা।
গত সোমবার উপজেলার দিয়ার গারফা গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান রনি উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশের সহযোগিতায় উপজেলার দিয়ার গারফা গ্রামের জাহিদ হাসান রনির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে জাহিদ হাসান রনির কাছ থেকে এনএসআই এর ভুয়া আইডি কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত এনএসআই লেখা সম্বলিত একটা কোটি জাকেটসহ তাকে আটক করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন