সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ

বারো মাসি কাঁচামরিচ চাষে লাভবান কৃষকরা

সিরাজগঞ্জের চরাঞ্চলে বারো মাসি হাইব্রিড কাঁচা মরিচ চাষাবাদ করছে কৃষকেরা। কেউ কেউ খেত থেকে বারো মাসি মরিচ তুলতে ব্যস্ত কৃষক। আবার স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে ভালো লাভবান হচ্ছে বলে জানায় কৃষকরা।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ৬০০ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ করা হয়েছে। জেলার শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে রবি মৌসুমের মরিচ চাষাবাদ করা হয়েছে। তবে এসব উপজেলার চরাঞ্চলে হাইব্রিড মরিচের চাষাবাদ কৃষকেরা করে থাকে। প্রতিবছরের ন্যায় এ চাষাবাদে এবারো লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। রোপা আমন ধান কাটার পর বেশিরভাগ জমিতে মরিচ চাষাবাদ শুরু হয়। বিশেষ করে হাইব্রিড ও দেশীয় জাতের মরিচ অল্প সময়ের মধ্যেই উৎপাদন হয়ে থাকে এবং এ মরিচ স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে কৃষকেরা যথেষ্ট লাভবান হচ্ছে।

মরিচ চাষি মেছড়া চরের কৃষক আব্দুস সামাদ ও হোসেন আলী জানান, ধানের তুলনায় মরিচ চাষে খরচ কম এবং লাভ বেশি। মরিচ চাষে কৃষি বিভাগের বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন তারা।

স্থানীয় কৃষকরা জানান, বর্তমান বাজারে প্রতি কেজি মরিচ গড়ে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ চাষাবাদে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে পড়ে কৃষকেরা। খেত থেকে মরিচ তুলতে কৃষক কৃষাণীরা এখন ব্যস্ত এবং অনেক কৃষকই তাদের মরিচ খেত পাহাড়া দিচ্ছে। চরাঞ্চলে ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ভালো দামে এ কাঁচা মরিচ ক্রয় করে এবং এ মরিচ প্রতিদিনই ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

কৃষক আমিনুল ইসলাম বলেন, বাজারে কাঁচা মরিচ বিক্রির পাশাপাশি কৃষক-কৃষাণীরা এ মরিচ রোদে শুকিয়েও ঘরে তুলতেও ব্যস্ত হয়ে পড়েছে। এই শুকনা মরিচও বেশি দামে বাজারে বিক্রি করবে আশা আছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. ম. আহসান শহীদ সরকার জানান, রবি মৌসুমের কাঁচা মরিচের চেয়ে বারো মাসেই হাইব্রিড কাঁচা মরিচের উৎপাদন বেশি। মরিচ চাষে কৃষি বিভাগ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। মরিচের বাজার এখনও ভালো থাকায় কৃষকেরা খুশি। চলতি মৌসুমে চরাঞ্চল সহ জেলার বিভিন্ন স্থানে এই কাচামরিচের বাম্পার ফলন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close