নরসিংদী (বেলাব) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

নরসিংদীর বেলাব

মহাসড়ক দখল করে সবজির হাট, যানজটে দুর্ভোগ

নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক একাংশ দখল করে প্রতিনিয়ত বসছে সবজির হাট। এতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তি পোহাতে হয় মানুষকে। সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে গিয়ে বারৈচা বাজারে দেখা গেছে, বাজারের সবজি ক্রেতা-বিক্রেতার ভিড় মহাসড়কে। রাস্তার উপর রয়েছে সবজি বোঝায় বিভিন্ন যানবাহন। প্রথম দেখে বোঝার উপায় নেই এটি মহাসড়ক নাকি সবজির বাজার। নরসিংদী জেলার মধ্যে বেশি সবজি উৎপাদিত হয় বেলাবো ও রায়পুরা উপজেলায়। এই দুই উপজেলার কৃষিপণ্য সিংহভাগ বিক্রি হয় বারৈচা বাজারে। প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার হাটের নির্ধারিত দিন থাকলেও প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এ বাজারে শাকসবজি বিক্রি হয়। মহাসড়ক ঘেষে বাজারটি হওয়ায় পাইকারি ক্রেতাদের ভিড় থাকে সবচেয়ে বেশি। সড়ক ও ফুটপাতে শত শত সবজি বোঝাই গাড়ি রাখার কারণে সর্বসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। বারৈচা বাসষ্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কের ওপর প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে শাকসবজি নিয়ে বসেন কৃষকরা। পণ্য পরিবহনের সুবিধা থাকায় ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যানে করে তারা কৃষি পণ্য নিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকেন। ফলে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। কখনও কখনও প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট তৈরি হয়। ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। মহাসড়ক ছাড়াও বারৈচা বাজার থেকে বেলাবো উপজেলা সদরে প্রবেশ পথের প্রায় ২ হাজার মিটারনজুড়ে বসে সবজির হাট। ফলে জরুরি প্রয়োজনে চলাচলে বিঘ্ন ঘটছে।

বাজারে আসা ব্যবসায়ীরা জানান, প্রশাসনের পক্ষ হতে স্থায়ী ব্যবস্থা না করালে এই সমস্যা দূর হবে না।

উজিলাব থেকে সবজি বিক্রি করতে আসা কৃষক সেলিম মিয়া বলেন, কাঁচামাল বিক্রির জন্য বারৈচাতে নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে কৃষক তাদের সবজি নিয়ে মহাসড়কের উপর বসে। বাজার ইজারাদার যদি নির্ধারণ জায়গা করে দেয় তাহলে আর কেউ সবজি নিয়ে মহাসড়কে বসবে না। ভোগান্তি পোহাতে হবে না জনগনের।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বারৈচা বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সম্রাট জানান, কাঁচামালের বাজারের জন্য নির্ধারিত কোনো জায়গা নেই। যার কারণে কৃষকরা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য বাধ্য হয়ে মহাসড়কে বসেন। বাজারটি মহাসড়ক থেকে দূরে খোলা জায়গায় নিতে কার্যক্রম চলমান আছে। আশা আছে দ্রুত সবজি বাজার স্থানান্তরিত করতে পারবেন তারা।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম জানান, বারৈচা বাসষ্ট্যান্ডে মহাসড়কের ওপর সবজি বেচাকেনা দীর্ঘদিন ধরে চলে আসছে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কৃষকদের মহাসড়ক থেকে সরে যেতে বলা হচ্ছে। মহাসড়কের পাশে একটি খোলা মাঠে সবজি বাজার স্থানান্তরের

পরিকল্পনা রয়েছে। বাজার পরিচালনা পর্ষদের সহযোগিতায় যদি স্থানান্তরিত করা যায় তাহলে এই সমস্যা থাকবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close