ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মো. তানজিম মিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহত তানজিম মিয়া ওই গ্রামের প্রবাসী মো. আবু তাহেরের ছেলে। তার মা ছলিমা আক্তার।
জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টার পর থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশ ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। পরে নিখোঁজের ঘটনায় তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া গত শনিবার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার দুপুরে গ্রামের কয়েকজন লোক বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন আসেন এবং লাশ সনাক্ত করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল। পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
"