reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

জরিমানা

সাটুরিয়া প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল দুপুরে অবৈধ দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ ও উপজেলা প্রশাসন, সাটুরিয়া এর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উপজেলার ২টি ইটভাটাকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কান্দাপাড়ার যমুনা ব্রিকসকে ৭০ হাজার ও গোলড়া এলাকার ফৌজিয়া ব্রিকসকে ৭০ হাজার করে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ উপপরিচালক ইউসুফ আলী।

উঠান বৈঠক

ধনবাড়ী প্রতিনিধি

নারীদের জীবন ও জীবিকা সম্পর্কিত সচেতনতায় ও স্বাবলম্বী করতে টাঙ্গাইলের ধনবাড়ীতে উঠান বৈঠক হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উপজেলা তথ্য আপা’র আয়োজনে গত রবিবার উপজেলার বক্তারপুর এলাকায় বৈঠক হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস কেয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

কম্বল বিতরণ

চৌহালী প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে প্রায় ৯০০ দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত রবিবার উপজেলার মানবমুক্তি সংস্থার মাঠে এসব বিতরণ হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। আরো ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস শিকদার, ভিপি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ সরকার, হাকিম বিএসসি প্রমুখ।

আলোচনা সভা

তেঁতুলিয়া প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নীতি-নৈতিকতার অধঃপতন এবং কবি সাহিত্যিকদের করণীয় বিষয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার তেঁতুলিয়া ইকো মহানন্দা কর্টেজ হলরুমে সভার আয়োজন করে লেখক, কবি ও সাহিত্যিক তেঁতুলিয়া, পঞ্চগড় এর সদস্যবৃন্দ এবং সার্বিক সহযোগিতা ক্যামেলিয়া ব্যান্ড তেঁতুলিয়া। উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য কবি ও সাহিত্যিক অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মো. সাখাওয়াৎ হোসেন। আরো ছিলেন, মকবুলার রহমান সরকারি কলেজ এর বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) রিয়াজুল ইসলাম রিপন প্রমুখ।

পুরস্কার বিতরণ

মাধবদী প্রতিনিধি

নরসিংদী মাধবদীর ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ হয়েছে। গত ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ে অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি ছিলেন নওপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছিমুল হাসান তাশরিক ভূঞা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাধবদী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ রাজিব, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সায়েম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের সভাপতি মো. ইউসুফ আলী প্রমুখ।

কর্মশালা

ফুলপুর প্রতিনিধি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close