বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বীরগঞ্জে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আতিকুর রহমান রিভা (৩৩) নামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার সকালে রিভাকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে, শনিবার বিকেলে উপজেলার কবিরাজহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আতিকুর রহমান রিভা উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মো. মনসুর আলী ছেলে। সে ওই ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স গত শনিবার বিকেলে কবিরাজহাট এলাকায় অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান রিভার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল গুফুর সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার সকালে রিভাকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
"