রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

রাঙ্গুনিয়ায় পুড়ল ৩ বসতঘর

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৩টি বসতঘর। গতকাল রবিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জুরেরকুল টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় ৩ পরিবারের ক্ষতিগ্রস্তরা হলেন- জাহাঙ্গীর (৪৫), সরওয়ার (৩৫) ও রাশেদ (৩১)। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ ও ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

এদিকে, আগুনের খবর পেয়ে কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে পাশের আরেকটি ঘর আগুন থেকে রক্ষা পায়। তবে আগুনের সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের তীব্রতার কারণে রক্ষা করতে পারেনি ৩ পরিবারের কোনো কিছুই। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতিসহ ঘর ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে ৩ পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close