বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

সুলতানপুরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

গত রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লে. কর্নেল জাবের বিন জব্বার। রাতে উপজেলার বেলবাড়ি থেকে এসব জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার উপজেলার বেলবাড়ি থেকে ২ হাজার ৫৫০টি এনার্জি ড্রিংক, ১৯ হাজার ৩০০টি বিভিন্ন প্রকার সিগারেট এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়। সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close