নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

নবাবগঞ্জে অভিযোগ

কৌশলে রাস্তা দখল ঝুঁকিতে সেতু

ঢাকার নবাবগঞ্জে বাগমারা বাজারে চাঁদনী প্লাজার দ্বিতীয়তলার নির্মাণকাজ করা হচ্ছে। এ সময় কৌশলে মার্কেট সংলগ্ন সরকারি রাস্তাটি দখলের চেষ্টা করছেন ভবনের মালিকরা। এমন অভিযোগ এলাকাবাসী, বাগমারা বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীদের।

সরেজমিনে দেখা যায়, কলাকোপা ইউনিয়নের বাগমারা বাজার ও বাহ্রা ইউনিয়নের বড়বলমন্তচর গ্রামের সংযোগের জন্য ইছামতি নদীর ওপর একটি সেতু নির্মিত হয়। সেই সেতুর সংযোগ প্রায় ১০ ফিট রাস্তাটি দখল করে চাঁদনী প্লাজা মার্কেটের মালিক আলী হোসেন, হাসান আলী, কুতুব উদ্দিন ও শহীদ তাদের মার্কেটের সুবিধার্থে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন।

স্থানীয়রা জানান, ইছামতি নদীর ওপরে সেতুটি হওয়ায় এই রাস্তাটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি ঢাকার রাজধানীতে অল্প সময়ে যাতায়াতের জন্য একটি বাইপাস রাস্তা। রাস্তাটি উপজেলার যন্ত্রাইল হয়ে শোল্লা দিয়ে কৈলাইল হয়ে তুলশীখালী সেতু দিয়ে পাশের উপজেলা কেরানীগঞ্জ হয়ে শহরের দিকে মানুষ চলাচল করছে। ভবিষ্যতে এই রাস্তাটি জনসাধারণ ও যানবাহন চলাচলে আরো বেশি ব্যবহার উপযোগী হয়ে পড়বে। এই সংযোগ রাস্তাটি যদি দখল হয়ে যায় পরে এই অঞ্চলে যানজট আরো প্রকট আকার ধারণ করবে। প্রশাসনের উচিত রাস্তাটি দখল মুক্ত করা।

বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মার্কেটের ভিতরে ওপরে ওঠার সিঁড়ি থাকা সত্ত্বেও চাঁদনী প্লাজার মালিকরা মার্কেটের সুবিধার্থে সরকারি রাস্তা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন। এতে সংকুচিত হয়ে যাবে সরকারি রাস্তা। এছাড়া মার্কেটের পূর্ব পাশে ইছামতি নদী থেকে মাটি খনন করে মার্কেট ভাঙন রক্ষায় ভরাট করছেন। এমন ভাবে মাটি খনন করছেন পাশেই সেতুর পিলার। যেকোনো সময় পিলার থেকে মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে।

বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও অন্য নেতারা আরো অভিযোগ করে বলেন, বাগমারা বাজারে ব্যবসায়ীদের মালামাল উঠানামা করার জন্য নদীতে একটি সিঁড়ি নির্মাণ করা হয়। সেই সিঁড়ি ধ্বংসের উদ্দেশ্যে নীচের অংশ থেকে মাটি খনন করে মার্কেটের মালিকরা। সরকারি রাস্তা দখল মুক্ত করতে ও বাজারের ব্যবহার করা সিঁড়ি বাঁচাতে ও গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকি থেকে মুক্ত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

চাঁদনী প্লাজার মালিক আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন বলেন, আমরা কোনো সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করছি না।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত করে সরকারি রাস্তা দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close