আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

মাদক কেনাবেচায় বাধা, যুবককে কুপিয়ে হত্যা

বরগুনার তালতলীতে মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় মো. আরাফাত খান (২২) নামে এক মটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরাফাতের সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুত্ব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার শারীরিকখালী ইউনিয়নের কচুপাত্র বাজারে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত খান তালতলী উপজেলার শারীকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, আমি মারামারির খবর শুনে যাই এসময় আরাফাত খানের উপর আরাফাত সিকদারের নেতৃত্বে হামলা করতে দেখতে পাই। এসময় আরাফাত খানকে রক্ষা করতে গেলে আমার হাতে আঘাত লাগে। পরে আহত আরাফাত খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিহত আরাফাত খানের বাবা জলিল খান বলেন, আমার ছেলে মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে আরাফাত সিকদার জড়িত থাকালে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, মটরসাইকেল চালক আরাফাত খান হত্যার ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ হত্যা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে অধিকতর তদন্তে সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close