কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ’র বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর কর্তৃক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের থানা বাজার পয়েন্টে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করেন এলাকার কয়েক শতাধিক মানুষ।
এতে নুর মিয়ার সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য দেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, শামীম আজাদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, আজির উদ্দিন, শ্রমিক নেতা জাকির হোসাইন প্রমুখ পরে কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি একজন জলমহাল ব্যবসায়ী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আমার উপর দায়েরকৃত মামলার নূ্যূনতম কোন সম্পর্ক নাই।
"