হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বড় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল ছোট ভাইয়ের গ্রেপ্তার ১

চাঁদপুরের হাজীগঞ্জে ধানের চারা রোপনকে কেন্দ্র করে ঝগড়া হয় বড় ভাই জাঙ্গাঙ্গীর হোসেন কবিরাজের সঙ্গে। এই ঘটনায় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রাণ গেল ছোট মো. সেলিম হোসেন কবিরাজের

(৪৫)। মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা করেছে পুলিশ।

গত শনিবার বিকালে নিহত মো. সেলিম হোসেনের দাফন সম্পন্ন হয়। তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে। এর আগে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন হোসেন সবুজ ৭ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আলী আকবর কাজী ও আনিসুর রহমান কাজী, জাহাঙ্গীর হোসেন কাজী ও রাশেদ কাজী, রাব্বী কাজী,

নুরুল ইসলাম কাজী ও রানী বেগম। এছাড়া মামলায়

অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। নিহত সেলিমের ছোট ভাই ও ইউনিয়ন মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক নবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ভাই সেলিমকে পরিকল্পিতভাবে আকবার কাজী ও আজিজ কাজীসহ তাদের পরিবারের সকল সদস্য ও ভাড়াকরা লোকজন নিয়ে অতর্কিত হামলার পর পিটিয়ে হত্যা

করে। অথচ ওই তুচ্ছ ঘটনার সঙ্গে তার ভাই সেলিম জড়িত ছিলেন না। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিহতের সেলিমের ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার অভিযোগ এনে ৭ জনকে নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে

থানায় মামলা করেছেন নিহতের ছেলে সবুজ। এরমধ্যে আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close