ভোলা প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

মেঘনায় গুলিতে ১ জেলে নিহত

ভোলার মেঘনায় গুলিতে হাসান (৩০) নামে এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার রাত ৮টার দিকে মেঘনা নদীর ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে তিন জেলে। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসক বরিশালে স্থানান্তর করেন। কিন্তু পরিবারের লোকজন তাদের বরিশালে না নিয়ে ঢাকায় নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে গেলে তাদের ওপর গুলি চালায় জলদস্যুরা।

ভোলা নৌ-পুলিশের ইনচার্জ মো. শাহিন বলেন, হঠাৎ করেই মেঘনায় জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close