মানিকগঞ্জ প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

অন্তরঙ্গ ভিডিও ধারণ করে সৎমেয়েকে বিয়ে গ্রেপ্তার সেই বাবা

মানিকগঞ্জ সদর উপজেলায় গোপনে সৎ মেয়েকে বিয়ে ও অন্তরঙ্গ ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল শেখ রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পারিবারিক ভাবে ওই মেয়ের মা’কে বিয়ে করেন জামাল শেখ। এরপর স্ত্রীসহ সৎ ছেলে ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় বসবাস করেন জামাল। হঠাৎ একদিন গোপনে সৎ মেয়ের গোসলের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন এবং সৎ মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় জামাল। নয়তো গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই সৎ বাবা। পরে আত্ম-সম্মানের কথা চিন্তা করে গোপনে আদালতে গিয়ে বাবা জামালকে বিয়ে করেন ওই মেয়ে। এরপর ভাগ্য পরিবর্তন করতে ২০২২ সালের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলে যায় জামাল। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৩ সালে ছুটিতে দেশে আসে তিনি। এরপর তার স্ত্রীর (সৎমেয়ে) সঙ্গে সংসার করতে থাকে এবং গোপনে স্ত্রীর অন্তরঙ্গ দৃশ্য ছবি তোলে ও ভিডিও করে। বিষয়টি বুঝতে পেরে একাধিকার নিষেধ করে ওই মেয়ে। কিন্তু না শোনায় রাগ করে বাবার বাড়ি (রাজবাড়ী) চলে যায়। এরপর মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে ২০২৪ সালের এপ্রিলে জামাল শেখকে আদালতের মাধ্যমে তালাক দেয় তার স্ত্রী (সৎমেয়ে)।

ভুক্তোভোগী ওই মেয়ে জানান, এসব বিষয় জানার পর আইনজীবীর সঙ্গে আলোচনা করে জামালকে তালাক দেন। এরপর সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করেন। বিয়ের কথা জানতে পেরে জামাল ক্ষিপ্ত হয়ে আগের সংসারের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার স্বামী ও পরিবারের সদস্যদের পাঠিয়ে দেয় জামাল। এরপর মেয়েটি বর্তমান স্বামীর সঙ্গে আলোচনা করে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে জামালের বিরুদ্ধে মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস. এম আমান উল্লাহ জানান, মামলার পর অভিযুক্ত সৎ বাবা ও তালাকপ্রাপ্ত জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close