reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রেখে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। একই সঙ্গে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শিক্ষা উপকরণ বিতরণ

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সোস্যাল ওয়েল ফেয়ার ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শনিবার বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে শিক্ষার্থীদের খাতা কলমসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মো. রফিকুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও হাফেজ মো. রুহুল আমীন সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুজ্জাম। উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ প্রমুখ।

উদ্বোধন

বোদা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় গতকাল সকালে পাথরাজ আদর্শ উচ্চ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এটি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেশ, বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম, স্কাউটস বোদা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাঈদ নুর আলম প্রমুখ।

টুর্নামেন্ট

আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গতকাল আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ওই টুর্নামেন্টে আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন উচ্চ বিদ্যালয় ও ভানুরকান্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান, একাডেমিক সুপার ভাইজার মীর মোহাম্মদ আলী, সহককারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেনসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা 

চৌহালী প্রতিনিধি 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল চৌহালী সরকারি কলেজ মাঠে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কবিরের সভাপতিত্বে  বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চৌহালীর আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সুত্রধর, পরিবার পরিকল্পনা কর্মকর্থা মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

কম্বল বিতরণ

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নে অসহায়, হতদরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close