ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

কুষ্টিয়ার ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

কুষ্টিয়ার ভেড়ামারায় ৩৩ কেভির বাস পিটির ১ ফেজে আগুন লাগার কারণে ৩ উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। 

এ কারণে ভেড়ামারা, দৌলতপুর ও মিরপুর এই ৩ উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিসের সাব-অফিসার আয়ুব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের টিম আসে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ভেড়ামারা উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কুষ্টিয়ায় ৩টা উপজেলা, ভেড়ামারা, দৌলতপুর এবং মিরপুরে বিদ্যুৎ সরবরাহ পৌনে ৭টা থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close