সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

সৈয়দপুরে অভিযোগ মামলা না তোলায় বাদীকে হত্যাচেষ্টা

নীলফামারীর সৈয়দপুরে মামলা তুলে না নেওয়ায় আসামি পক্ষের লোকজন মামলার বাদীকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার সন্ধ্যায় শহরের রেলওয়ে কারখানা গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

মামলার বাদী শাবানা (৪৮) জানান, শহরের রেলওয়ে কারখানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন বসবাস করছেন তিনি। গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ছেলের বিয়েতে বাড়ির সকল দরজায় তালা দিয়ে উপজেলার রাবেয়া ফ্লাওয়ার মিল এলাকায় যান। রাত আনুমানিক পোনে ১১টায় বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভেঙে ৫ লাখ টাকার সোনার গহনা, ৩০ হাজার টাকা রুপার গহনা, নগদ ৫০ হাজার টাকা সহ আরো প্রায় ২৫ হাজার টাকা মূল্যের কয়েকটি শাড়ি চুরি হয়। খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। বাদী আরো জানান, একই এলাকায় বসবাসকারি ওমর নামের ব্যাক্তিটি পূর্বে একাধিকবার চুরির সঙ্গে জড়িত ছিল বলে তার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দেন। এরপর থেকেই ওমর মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছিল। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় ওমর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করায় ওমর ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে ভূক্তোভোগীর শরীরে মারধর করে হত্যার চেষ্টা চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close