দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
সোমেশ্বরী নদী থেকে বালু তোলায় ৭ জনকে জেল-জরিমানা

নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে ৬ জন লড়ি গাড়ি চালককে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া আরো একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ৬০০ ফুট বালু।
গত শুক্রবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বালু চুরির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ধোবাউড়া উপজেলার গামারীতলা এলাকার মমিন আহমেদ (২০), একই উপজেলার জারিপপাড়া এলাকার সোহাগ মিয়া (২২), জিগাতলা এলাকার হাকিম (২২), লঙ্গলজোড়া এলাকার শরিফুল ইসলাম (২২), গৌরিপুর এলাকার এনামুল হক (২৬) ও কৃষ্ণাপুর এলাকার আলমগীর হোসেন (২৪)।
এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লড়ি চালক মমিন আহমেদকে তিন দিনের, সোহাগও হাকিমকে সাত দিনের, শরিফুলকে ২০ দিনের, এমদাদুল ও আলমগীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মানিক মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
"