
সংক্ষিপ্ত সংবাদ

মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ও খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়ার ও ক্রীড়া সংগঠকের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৬ ফেব্রুয়ারি চরফকিরা একাদশ বনাম একতা সংঘ উত্তর মুছাপুর ম্যাচের মধ্য দিয়ে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। গতকাল উপজেলার বাংলাবাজারে একটি রেস্তোরাঁয় ম্যাচ নির্ধারণী লটারি হয়। এতে অংশগ্রহণকারী দলগুলোর টিম ম্যানেজার, কোচ, টিম মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা বসে। ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম ইউপি সদস্যের সভাপতিত্বে শাহ জালাল ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর।
বার্ষিক ক্রীড়া
আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী গোলাম ফারুকের সঞ্চালনায় ছিলেন আমতলী থানার ওসি আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সেলিম মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ প্রমুখ।
পুরস্কার বিতরণ
কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের এক ওরিয়েন্টেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এটি হয়। কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ছিলেন ইউএনও ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি আমিনুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশ
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে গত শুক্রবার খানখানাবাদ প্রেমাশিয়া বাজার মাঠে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক-কৃষক সমাবেশ ও পরিচিতি সভা হয়েছে। নির্মাণ শ্রমিক দল উপজেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম নাজিম উদ্দীন। বক্তা ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। উপস্থিত ছিলেন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুর উল্লাহ বাহার প্রমুখ।
অর্থ সহায়তা
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩২৩জন দরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এ সময় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার ডেনিশ তপ্নের সভাপতিত্বে ৫৮ লাখ ১৪ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক মাসুদ সরকার প্রমুখ।
"