রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

রায়পুরায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নরসিংদী রায়পুরায় শীর্ষ দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় উপজেলার পলাশতলী ইউনিয়ন আশারামপুর এলাকায় নরসিংদী টু রায়পুরা রোড থেকে সিএনজি অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা আকাশ (২৮) ও নরসিংদী সদরের বানিয়াচং গ্রামের বাসিন্দা রাসেল (৩০)।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ‘দুই শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ নরসিংদী টু রায়পুরা রোডে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পলাশতলী ইউনিয়ন আশারামপুর এলাকায় রায়পুরা থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান তিনি।

ওসি আদিল মাহমুদ আরো বলেন, এ ধরনের বিশেষ অভিযান সবসময় অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close