ভোলা প্রতিনিধি
ভোলা
যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দস্যু গ্রেপ্তার

ভোলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নৌ-বাহিনী ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট এন এম সরোয়ার জাহান। তিনি জানান, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নৌ-বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ভোলা নৌ-বাহিনী কন্টিনজেন্টের সদস্যরা র্যাব এর সমন্বয়ে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে যৌথ অভিযান চালায়। এ সময় ইনিয়নের শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি ছুরি, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও সিসিটিভির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌ-বাহিনীরি দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দ করা মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, গিয়াস উদ্দিন ও হাসান একই এলাকার বাসিন্দা। গিয়াস উদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের ও জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম করে আসছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক দস্যুতার অভিযোগে মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে।
"