কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

কুলাউড়ায় সেতু রক্ষায় সড়কে এলাকাবাসী

মৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে এক মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে সেতু এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে রাজাপুর সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে বালুমহল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর-ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান। মানববন্ধনে আমির আলীর সভাপতিত্বে ও ফয়জুল হক এবং সৈয়দ আতাউর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, আকদ্দছ আলী মাস্টার, হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য হেলাল আহমদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close