লালপুর (নাটোর) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

লালপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে সুকুমার সরকার (৩০) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের কাঁচা রাস্তার পাশে এই ঘটনা ঘটে। সুকুমার সরকার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর গ্রামের মৃত যুগল সরকারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ও সুকুমারের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরেও বাড়িতে খাওয়া শেষে অটোভ্যান নিয়ে ভাড়া খাটতে বের হয় সুকুমার। পরে বিকেলে চামটিয়া গ্রামের কাঁচা রাস্তার পাশে ধারালো অস্ত্র দিয়ে সুকুমারের ঘাড়ে কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close