নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টা শিক্ষকের থানায় অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জে একটি গ্রামে ১১ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অলিউর রহমান নামের এক মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, গত ২৬ জানুয়ারি এ ঘটনা ঘটে। অলিউর রহমান নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ ব্যাপারে কিশোরীর পরিবার জানায়, গত ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে ওই কিশোরী মেয়ের মায়ের মোবাইল ফোনে শিক্ষক অলিউর ফোন দিয়ে মেয়ের মাকে বলেন তার মেয়েকে কোরআন তেওয়াতে নাম দিতে চাচ্ছেন। এর জন্য তার জন্ম নিবন্ধন লাগবে। এমন কথা শুনে মেয়ের মা তার মেয়ের কাছে ফোন দিয়ে বলেন, তর হুজুরের সঙ্গে কথা বল। মেয়েটি ফোনে যখন কথা বলে তখন তার হুজুর বলেন, তার ও মেয়ের চাচাতো বোনের জন্ম নিবন্ধন আগামীকাল সকালে নিয়ে আসতে, যেখানে তাদের কোরআন শিক্ষা দেন। পরদিন কিশোরী ও তার চাচাতো বোন কোরআন শিক্ষা জন্য ওই বাড়িতে যায়। তখন হুজুর বলে জন্ম নিবন্ধন এনেছে কি না তারা। ওই কিশোরী মেয়েটি আনলেও সঙ্গে থাকা চাচাতো বোন না আনায় তাকে আনতে পাঠায়। তখন চাচাতো বোন ভুক্তোভোগী বোনকে নিয়ে যেতে চাইলে হুজুর তাকে একা যেতে বলে। এর পরেই কিশোরী ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর তার বোন উর্মি এসে দেখে, হুজুর তার বোনকে জড়িয়ে ধরে আছে। এসব দেখে চিৎকার করলে হুজুরের পালিয়ে যায়। শুনে তাদের পরিবারের লোকজন তাৎক্ষণিক নবীগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে অলিউর রহমানকে আসামি করে লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা।

ওসি মো. কামাল হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close