ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বাপা ঈদগাঁও কমিটি

সভাপতি কাফি, সম্পাদক সেলিম

দেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। এতে কবি ও সংগঠক কাফি আনোয়ার সভাপতি, সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক ও গিয়াস উদ্দিন রবিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। গত বৃহস্পতিবার ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সমন্বয় সভায় প্রাথমিক এই কমিটি ঘোষণা করেন বাপা কক্সবাজার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বাপা সভাপতি এইচ এম এরশাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বাপা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন, সদস্য আমিন উল্লাহ ও শহর শাখার সহ সভাপতি আমান উল্লাহ।

পরিবেশ সাংবাদিক সেলিম উদ্দীনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উদ্যোক্তা শাহিন জাহান চৌধুরী, শাহজাহান মনির, ক্রীড়া সংগঠক মামুন সিরাজুল মজিদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close