পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

ভাতিজার অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার চাপাতির আঘাতে চাচা সাইদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামে। সাইদুল ইসলাম একই গ্রামের মৃত জাকের আলী মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে তাদের উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ভাতিজা জয়নাল (৩০) তার চাচা সাইদুল ইসলামকে হাঁসুয়া জাতীয় দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

থানার ওসি কাওসার আলী বলেন, রাতেই সাইদুলের পরিবার থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close