নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে প্রেস ক্লাবের ৩ সদস্যকে অব্যাহতি

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেস ক্লাবের তিন সদস্যের পদ স্থগিত সিদ্ধান্তের পর চূড়ান্ত অব্যহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ফজলুর রহমান, আকতার হোসেন দুলাল ও আবদুুল হাকিম। তারা নিজে সংবাদ লিখতে জানেন না এবং কপি-পেস্ট নির্ভর বলে জানিয়েছে প্রেস ক্লাব।
গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন।
বহিষ্কৃৃত ফজলুর রহমানসহ তিনজন প্রেস ক্লাবের নাম বলে মাটি বিক্রিতে জড়িত এক্সকাভেটর (ভেকু) সিন্ডিকেটসহ বিভিন্ন ব্যক্তির কাছে অনৈতিক সুবিধা নেওয়ার সংশ্লিষ্টতা থাকায় সদস্যপদ স্থগিত হয়েছিল। তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত করতে উপজেলার বিভিন্ন ঘটনাকে ঘিরে সংবাদ সম্মেলনের নেপথ্যে থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের সঙ্গে প্রেস ক্লাবের সাংবাদিকদের জড়িয়ে স্থানীয়দের উসকে দিতে মিথ্যাচার করার অভিযোগ রয়েছে।
"