দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি, ২০২৫
চাঁদার ফোন রেকর্ড ভাইরাল স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

জাকিয়া বেগম টিয়ার কাছে চাঁদা চাওয়া দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমানের ফোন রেকর্ড ভাইরাল হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মতিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকি উপজেলা শাখার সদস্য অলিউর রহমানের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন