জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

তিন প্রবাসীর নামে একাধিক এনআইডি ইসি কর্মকর্তাসহ ২ জন কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় গোপন তদন্তে তাদের জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

গত সোমবার নির্বাচন কমিশনের উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ এবং সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে দেখা যায়, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর নামে একাধিক এনআইডি তৈরির জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে। এই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর বিরুদ্ধেও জেলা নির্বাচন কর্মকর্তা, সুনামগঞ্জ-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ভোটার তালিকা আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানায় মামলা করা হয়।

দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, জাতীয় পরিচয় তৈরিতে ব্যাপক অনিয়ম দুর্নীতি চলছিল স্থানীয় নির্বাচন অফিসে। বিশেষ করে প্রবাসী ভোটারদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো। এছাড়া একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল-জালিয়াতি করে টাকা নেওয়া হয়।

ওসি রুহুল আমীন বলেন, আসামিদের মঙ্গলবার রাতে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close