
সংক্ষিপ্ত সংবাদ

প্রীতি ফুটবল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুৎ কুমার দাস, প্রভাষক শাহীন সরকার, প্রভাষক মাসুদ রানা, ক্রীড়া সংগঠক সাইফুর রহমান রাজ্জাক মোল্লা। প্রীতি ফুটবল ম্যাচে ডিসিসি ধানুকা ২-১ গোলে আবদুর রউফ ক্রীড়াচক্রকে পরাজিত করে বিজয়ী হয়।
কর্মী সম্মেলন
কবিরহাট প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এই কর্মী সম্মেলন হয়। চরএলাহী ইউনিয়ন জামায়াতে আমির আইয়ুব আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জেলা নায়েবে আমির সাইয়েদ আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মহিন উদ্দিন প্রমুখ।
কম্বল বিতরণ
গোয়ালন্দ প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ প্রেস ক্লাবের উদ্যোগে পঞ্চাশ অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে গোয়ালন্দ প্রেসক্লাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেস ক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সদস্য সচিব শহিদুল ইসলাম, সাংবাদিক আসজাদ হোসেন আজু, শাহেদ এরশাদ, আক্তার হোসেন মৃধা, সিরাজুল ইসলাম, জাকির হোসেন বাবুল, আমিনুল ইসলাম রানা, সাইফুর রহমান পারভেজ, কামাল হোসেন, রাকিবুজ্জামান রাকিব, আক্তারুজ্জামান রনি, লুৎফর রহমান সোহাগ প্রমুখ।
জামায়াতের সম্মেলন
নিকলী প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা শাখার আয়োজনে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন গতকাল সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে কর্মীরা সম্মেলনে যোগ দেন। নিকলী উপজেলা শাখার আমির আবুল হোসাইন কর্মী সম্মেলনের উদ্বোধন করেন। নিকলী উপজেলা জামায়াতের আমির আবুল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী এবং কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী। নিকলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
নগরকান্দা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে গতকাল সকালে উপজেলা সদর বাজারের মডেল মসজিদের সামনে নগরকান্দা পৌরসভা ও কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সহস্রাধিক দুস্থ অসহায় শীতার্তে মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
ছানি অপারেশন
রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত বৃহস্পতিবার বিকেলে ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য ১ হাজার ৩৫৪ জনের মধ্যে ১৭২ জন রোগীকে বাছাই করে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও আলোচনা সভা হয়।
"