সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বর্ধিত শুল্ক প্রত্যাহার দাবিতে সড়কে ফল ব্যবসায়ীরা

আমদানি করা ফলমূলের ওপর রাজস্ব বোর্ড ১৩৬ শতাংশ শুল্ক বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সৈয়দপুরের পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী সমিতি। গত বৃহস্পতিবার শহরের পাঁচমাথা মোড়ে দুপুরে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে সৈয়দপুরের দুই শতাধিক ফল ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম। বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জানে আলম, মিজানুর রহমান, জিকরুল হোসেন জয়, জনি প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড আমদানি করা ফলমূলের ওপর শুল্ক বৃদ্ধি করায় আমাদের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছেন। সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ ব্যবসার সঙ্গে জড়িত লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে।

বক্তারা আরো বলেন, আমদানি করা ফলের ওপর শুল্ক না কমালে ফলের ব্যবসাই বন্ধ করে দিতে হবে। আর এই সুযোগ কাজে লাগাবে চোরাচালানিরা। তারা অবৈধভাবে চোরাই পথে বিপুল পরিমাণ ফল আমদানি করবে। এতে মোটা অঙ্কের রাজস্ব হারাবে সরকার। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে ৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্থল ও নদীবন্দর থেকে আমদানি করা তাজা ফল খালাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close