শাবিপ্রবি প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

শাবিপ্রবির ‘বঙ্গবন্ধু হল’ এখন ‘বিজয় ২৪’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রহল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয় চব্বিশ হল’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শাহপরাণ হল থেকে মিছিল নিয়ে দ্বিতীয় ছাত্রহলের সামনে জড়ো হন তারা। এ সময় শিক্ষার্থীদের নিষিদ্ধ ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে শিক্ষার্থীরা হলের সম্মুখভাগে ‘বিজয় ২৪ হল’ সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেন এবং নতুন নামকরণ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে তারা হলের গ্রুপে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ করার প্রস্তাব করেন। অধিকাংশের মতামতের ভিত্তিতে এই হলকে ‘বিজয় ২৪ হল’ ঘোষণা করা হলো। শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে এই হলের নাম এখন থেকে ‘বিজয় ২৪ হল’। এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আমি সন্ধ্যায় হল থেকে চলে আসছি, এ বিষয়ে অবগত নই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close