ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক ভাটাকে ১ লাখ এবং অন্য একটি ভাটাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসান।
এ সময় ডি জে বি ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার এম স্টার ব্রিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আনসার, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসান।
"