কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

ইঁদুরের ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু

কাউনিয়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আকবর আলী (৬১) নামের এক কৃষক মারা গেছেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পারিবারিক ও থানা  সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের মৃত শরিয়ত উল্ল্যার ছেলে কৃষক আকবার আলী গত বৃহস্পতিবার দুপুরে জ্বর-সর্দির ট্যাবলেট ভেবে বাড়িতে রাখা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা

হয়। সেখানে চিকিৎসাধীন

অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close