সিংড়া (নাটোর) প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি, ২০২৫
হোন্ডা কেয়ার অ্যান্ড মিটের বাইক র্যালি

নাটোরের সিংড়ায় কৃষাণ হোন্ডা সেন্টারের আয়োজনে দ্য গ্র্যান্ড হোন্ডা কেয়ার অ্যান্ড মিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা কোর্টমাঠ থেকে মোটরসাইকেল র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রীতি ভলিবল ম্যাচ ও রশি টানাটানি অনুষ্ঠিত হয়। সার্ভিসিং সচেতনতা, সেফটি রাইডিং টিপস, ফ্রি বাইক চেকিং, নতুন বাইক ডিসপ্লে করা হয়। খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক কৃষাণ হোন্ডা সেন্টারের স্বত্বাধিকারী আবদুল মন্নাফ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার সার্ভিস নেওয়াজ শরীফ, এরিয়া ইনচার্জ (সার্ভিস) রাকিব হোসাইন, এরিয়া ইনচার্জ (সেলস) সাকিব হুসাইন, কৃষাণ হোন্ডা সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন