উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় এক মুঠো বোরোর চারা ৫ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন হাটে বোরো (ইরি) ধানের চারা কেনাবেচা হচ্ছে। গত বৃহস্পতিবার সলঙ্গা হাটে নানা জাতের বোরো ধানের চারা কেনাবেচা হয়।
সরেজমিন জানা যায়, এক মুঠো বোরো ধানের চারা তিন থেকে পাঁচ টাকায় কেনাবেচা হয়। উপজেলার সলঙ্গা, রামকৃষ্ণপুর ইউনিয়ন এলাকায় বোরো ধান আবাদ শুরু হয়েছে। কৃষকেরা নিজস্ব বীজতলার চারা জমিতে লাগাচ্ছেন। যাদের নিজস্ব বীজতলার চারা নেই তারা এলাকার অন্যদের বীজতলার চারা নয়তো হাট থেকে কেনা চারা জমিতে রোপণ করছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।
গত বৃহস্পতিবার সলঙ্গা হাটে দেখা গেছে, বেশ কয়েকজন ব্যবসায়ী নানা জাতের বোরো ধান চারা বেচতে হাটে তুলেছেন। এছাড়া অনেক কৃষক নিজের জমিতে লাগানোর পর বাড়তি চারা হাটে এনে বেচছেন। চারা ব্যবসায়ী আলী আশরাফ ও আকতার হোসেন বলেন, হাইব্রিড জাতের হিরা ধান চারা এক মুঠো পাঁচ টাকা, কাটারী জাতের এক মুঠো তিন টাকা ও ২৯ জাতের এক মুঠো চারা সাড়ে তিন টাকায় কেনাবেচা হচ্ছে। সবচেয়ে বেশি চাহিদা হলো ২৯ জাতের ধানের চারা।
সরেজমিন আরো জানা যায়, কৃষক নজরুল ইসলাম নিজের জমিতে হাইব্রিড হিরা জাতের ধান চারা লাগানোর পর বাড়তি চারা বেচতে এনেছেন। একশো মুঠো চারা তিনশো টাকা দরে বেচেছেন বলে জানান তিনি।
চারা কিনতে আসা একাধিক কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা গেছে, এক বিঘা জমিতে বোরো ধানের চারা বাবদ বারো থেকে পনেরোশো টাকা লাগছে।
"