নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে ২০ যানবাহনে ডাকাতি

বগুড়ার নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। ১৫ মিনিটে লুট করা হয় নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল। তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে গেছে সংঘবদ্ধ অপরাধীরা।
গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার ভাগবজর এলাকায় ট্রাক, সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, থেলকুর রাস্তার মাথা থেকে ভাগবজর পর্যন্ত সড়কের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রসহ ডাকাতির জন্য অবস্থান নেয় একদল অপরাধী। সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয় ২০-২৫ জন ডাকাত সদস্য। যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুট করে। ভাগবজর এলাকার লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধে এগিয়ে যায়। স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে যায় অপরাধীরা।
আজাদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি সিএনজিতে কালিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎই যানজট লেগে যায়। নামতেই দেখেন সামনের কয়েকটি যানবাহনে মারধর ও ডাকাতি হচ্ছে। তাৎক্ষণিক তিনি দৌড়ে আবাদি জমিতে লুকিয়ে পড়েন।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ডাকাতির ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ওসি তারিকুল ইসলাম।
"