বেনাপোল (যশোর) প্রতিনিধি
হত্যার হুমকি
চাঁদা না পেয়ে দলিল লেখকের বাড়িতে হামলা

যশোরের শার্শায় চাঁদা না পেয়ে গভীর রাতে ফিরোজ আহম্মেদ নামে এক দলিল লেখকের বাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানা গেছে। গত বুধবার রাতে শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ শার্শার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মহসিন খানের ছেলে।
ফিরোজ আহম্মেদ জানান, এর আগে কন্দবপুর মানিক আলী গ্রামের ইহান আলী (৫৮) তার কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন। এখন তিনি আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। তিনি ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ২৯ জানুয়ারি রাতে সন্ত্রাসী ইহান তার দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় প্রতিবেশিরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরো জানান, ২০ বছর আগে ইহানের কাছ থেকে দলিলমূলে ১৭ শতক জমি ক্রয় করেন। এখন সে ওই জমি ফেরত না দিলে তাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।
এদিকে কন্দবপুর মানিক আলী গ্রামের বিএনপি কর্মী মফিজুর রহমান জানান, ইহান আলী আগে আওয়ামী লীগ করতেন। তখনও তিনি বিভিন্ন অপকর্ম করতেন। এখন তিনি বিএনপির পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান তিনি।
নিজামপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জানান, গত ১৭ বছর আওয়ামী লীগ করার পর গত ৫ আগস্ট থেকে ইহান আলী বিএনপির পরিচয় দিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছেন। গত মঙ্গলবার রাতে ফিরোজ নামে এক ব্যক্তির কাছে তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে তার বাড়িতে হামলা চালিয়েছেন। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এমন ঘটনা তার জানা নেই। তবে অভিযোগ পেলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
"