reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৫ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল বিকেলে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে এ প্রশিক্ষণের সমাপনী হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র আয়োজনে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন সরকারি দপ্তরের ৩০ জন কর্মকর্তা। সমাপনী দিনে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. তানভীর হাসান। উপস্থিত ছিলেন সমাপনী দিনের অনুষ্ঠানে বারটান’র ঊর্র্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়ার শারমিন প্রমুখ।

কম্বল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম কিবরিয়া মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হোসেন আলম, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী প্রমুখ।

মেলা উদ্বোধন

নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ তথা বিজ্ঞান মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্কুল-মাদরাসা ও কলেজ পর্যায়ের নান্দাইলের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ১০ নম্বর মোহনপুর ইউনিয়নে টিএমএসএস নার্সিং ইন্সটিটিউটের আয়োজনে টিএমএসএস ফাতেমাতুজ জোহরা হাসপাতাল চত্বরে ৪র্থ ব্যাচের ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, ক্যাপিং ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে বীরগঞ্জ টিএমএসএস নার্সিং ইন্সটিটিউট-এর অধ্যক্ষ খালেদা আক্তার কল্পনার সভাপতিত্বে বক্তব্য দেন খানসামা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপপরিচালক ডা. মতিউর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. নজমুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর প্রমুখ।

জরিমানা

বাসাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে গত বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনসুলিন রাখার অপরাধে ভোক্তা অধিকার মনির মেডিকেল হল, জনপ্রিয় মেডিকেল হল, আরিফ মেডিকেল হলকে ১০ হাজার করে তিন দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

মাসিক সভা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভূমি কমিশনার তাস মিন জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, এস এম মমিনুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close